পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত লালন (৩) উপজেলার বলরামপুর ইউনিয়ন চুচুলি বটতলী গ্রামের পরীক্ষিত চন্দ্র বর্মণ সুজনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৩১ অক্টোবর) বিকালে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে ছিল নিহত লালনের মা। মাকে ডাকতে যাওয়ার সময় দৌড়ে রাস্তা পাড় হচ্ছিল সে। এসময় রাস্তায় বটতলী বাজার থেকে ছেড়ে আসা এক অটোভ্যানের সাথে ধাক্কা খায় লালন৷ পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আটোয়ারী থানা পুলিশ লাশ সৎকারে পাঠায়।
এমন অনাকাঙ্ক্ষিত ও অপমৃত্যুর জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের কথা মুঠোফোনে জানিয়েছেন ইউপি সদস্য সুজনের ভগ্নিপতি কেশব চন্দ্র।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই শিশুর মৃত্যুর কথা শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ প্রাথমিকভাবে লাশ সুরতহালের পরে সৎকারে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও পুলিশের পক্ষ থেকে থানায় এ বিষয়ে একটি অপমৃত্যর মামলা রুজু করার কথা নিশ্চিত করেছেন তিনি।
ডেস্ক/বিডি/নিতিশ
অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু