ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

আসন্ন পবিত্র ঈদ- উল-আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার আকচা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আকচা ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ২২৫০ জন হতদরিদ্র পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।

এসময় ট্যাগ অফিসার হিসেবে সমবায় কর্মকর্তা মনিরুল হক সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, ঈদ উপলক্ষে ২২৫০ জন হতদরিদ্রদের পরিবারের মাঝে সকল ইউপি সদস্যদের সমন্বয়ে শান্তিপুর্ণ পরিবেশে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফয়ের চাল প্রদান করা হয়েছে।

এদিকে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ১৭৩৫ জন পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন।

বিডি/ডেস্ক

  • চাল বিতরণ
  • ১০ কেজি করে
  •    

    কপি করলে খবর আছে