অভিনেত্রী পূজা হেগড়ে পরিচালক অনিল রবিপুরী নির্মিত ‘এফ থ্রি’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন-ভেঙ্কটেশ, তামান্না ভাটিয়া, রবি তেজা ও মেহেরীন।
টলিউড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করবেন পূজা। ‘রাধে শ্যাম’খ্যাত এই অভিনেত্রী গানটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১ কোটি রুপি। খুব শিগগিরই গানটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। সিনেমাটির প্রযোজক দিল রাজুর পছন্দে গানটির জন্য পূজাকে নেওয়া হয়েছে।
‘এফ থ্রি’ সিনেমায় প্রধান নারী চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়া ও মেহেরীনকে। সোনাল চৌহান গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়াও অভিনয় করছেন- অঞ্জলি, রাজেন্দ্র প্রসাদ, সুনীল, ম্রুরালি শর্মা, সংগীতা, আলী প্রমুখ। আগামী ২৭ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে