সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে দেবী বাসন্তীকে বিদায় জানালো ঠাকুরগাঁওয়ের হিন্দু সম্প্রদায়ের মানেুষেরা।
শুক্রবার দশমীর বিহিত পুজা সমাপ্ত হলে টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় পাঁচদিন ব্যাপী এ পুজার।
এর আগে গত সোমবার দেবীর আমন্ত্রণ অধিবাস, এরপর মঙ্গলবার কলাবউ স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দেবীর সপ্তমী বিহীত পুজা। ঠাকুরগাঁও শহরের গোবিন্দ জিউ মন্দির সহ জেলার বিভিন্ন এলাকায় এ পুজার আয়োজন করা হয়।
গোবিন্দ জিউ মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী বলেন- দীর্ঘ ৪০ বছর ধরে এ মন্দিরে মা বাসন্তীর পুজা হয়ে আসছে। এছাড়াও এ মন্দিরে দূর্গা পুজা, গোবিন্দ পুজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো সার্বজনীন পালন করা হয়ে থাকে।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে দেবীর মহা দশমী পুজা সম্পন্ন করে মায়ের বিসর্জনের বিদায় বেলায় পুজা মন্ডপে সনাতনী নারীরা তথা মায়ের ভক্তরা দেবীর কপালে ও পায়ে সিঁদুর দান করে দেবীকে মিষ্টিমুখ করান। পরে, একে অপরের কপালে ও গালে সিঁদুর মাখিয়ে দেন এবং সধবা নারীরা সিঁদুরের স্থায়িত্ব অর্থাৎ স্বামীর দীর্ঘ আয়ু কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেন তারা। ধর্মীয় মতে, মা বাসন্তী অশুভ শক্তি ধ্বংস করতে এ ধরায় এসেছিলেন এবং পাঁচ দিন মর্ত্যধামে থেকে বিসর্জনের মধ্য দিয়ে আজ কৈলাশে গমন করলেন।
বিডি/এলআর
কৈলাশে ফিরলেন দেবী বাসন্তী