গম ভর্তি ঘাতক ট্রাক কেড়ে নিল বৃদ্ধের প্রাণ!

লেখক: রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুল হক( ৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কাশিপুর মহারাজা কওমি মাদরাসার সামনের সড়কে গমভর্তি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সামসুল হক পশ্চিম কাদিহাট পাটাগড়া পঞ্চায়েত পাড়া গ্রামের বাতাসু মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, শনিবার বিকেলে সামসুল হক বাইসাইকেলযোগে মহারাজা বাজার থেকে তার বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে কওমি মাদরাসা গেটের সামনের সড়কে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি গমভর্তি ট্রাকের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তিনি ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে জব্দ করে।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। থানায় এ ঘটনায় মামলার  প্রস্তুতি চলছে।
বিডি/এইচকে
  • ঘাতক ট্রাক কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
  •    

    কপি করলে খবর আছে