মায়ের দাবি, পুলিশের গুলিতে কোলে থাকা মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, চার রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছাড়া তারা অন্য কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। মায়ের চোখের সামনে ঘটনাটি ঘটলেও এখনও নিশ্চিতই হওয়া যায়নি, কীভাবে, কীসের আঘাতে মৃত্যু হয়েছে শিশুটির।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতায় বিভৎসভাবে প্রাণ হারিয়েছে ৯ মাসের সুরাইয়া আক্তার আশা। ঘটনার ৬ দিনেও হয়নি কোনো হত্যা মামলা, নেই কোন আটক। আসলে শিশু সুরাইয়াকে মারল কে ? কীসের আঘাতে তার মৃত্যু হয়েছে– তা এখনও ধোঁয়াশা রয়ে গেছে ?
গত বুধবার (২৭ জুলাই) বিকেলে বাচোর ইউনিয়নের ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়ে সুরাইয়াকে কোলে নিয়ে তার মা মিনারা আক্তার ভোট দিতে যান।
মিনারার ভাষ্য অনুযায়ী, ভোট দিয়ে ফেরার পথে তিনি স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। সসময় কেন্দ্রে ফলাফল ঘোষণা হলে পরাজিত মেম্বার প্রার্থীদের সমর্থকরা সংঘর্ষ বাধায় পুলিশের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।
এই সংঘর্ষের সময় মারা যায় ৯ মাসের শিশু সুরাইয়া । মাথার খুলি উড়ে যায় তার। ওই রাতেই সে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ, থানা ঘেরাওসহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে বিক্ষুদ্ধ জনতা।
স্থানীয় জনগণ ও আশার বাবা-মায়ের দাবি, শিশুটি পুলিশের গুলিতে নিহত হয়েছে।
ঘটনায় রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন, যার প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে জমা দেয়ার কথা রয়েছে। এর আগে হাসপাতালে সুরাইয়ার বাবা-মাকে ৫০ হাজার টাকা সহায়তা দেন জেলা প্রশাসক।
ঘটনার রাতেই আশার মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। পরদিন ২৮ জুলাই দুপুরে মরদেহ হস্তান্তর হলে পরিবার জানাজা শেষে আশাকে দাফন করে।
দিনাজপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান একটি সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে নয়, আশার মৃত্যু হয়েছে কোনো ভোঁতা অস্ত্রের কোপে।
ফরেনসিক চিকিৎসকের এ পর্যবেক্ষণকে মিথ্যা দাবি করেছেন মিনারা আক্তার এবং স্থানীয় লোকজন। মিনারার দাবি, তার কোলেই গুলিতে বিভৎসভাবে প্রাণ হারিয়েছেন তার মেয়ে।
শিশু সুরাইয়াকে মারল কে?
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ফরেনসিক চিকিৎসক হাবিবুর প্রতিবেদকের কাছে দাবি করেন, তিনি কোনো সংবাদমাধ্যমে এ ধরনের বক্তব্য দেননি। প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
৩১ জুলাই সারাদিন ঘটনাস্থল ঘুরে ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে ওইদিন কী ঘটেছিল তা জানার চেষ্টা করেছে প্রতিবেদক ।
নিহত শিশুর মা মিনারার বক্তব্যের বরাতে একাধিক সংবাদমাধ্যম ঘটনার এক একরকম বিবরণ দিয়েছেন। কোনোটিতে বলা হয়েছে গুলি লাগার পর মিনারার কোল থেকে ছিটকে পড়ে আশা, কোথাও বলা হয়েছে, ঘটনার সময় সে তার মায়ের কোলে ছিল না।
৩১ জুলাই আবারও মিনারা আক্তারের সঙ্গে কথা বলেছে প্রতিবেদক । তার দাবি, পুলিশের গুলিতেই তার কোলে মারা গেছে আশা, যা তিনি নিজেই দেখেছেন।
মিনারা বেগমের ভাষ্য অনুযায়ী, বেল মার্কেটের সামনে ভোটকেন্দ্রের বাইরে একটি বাসার সামনের রাস্তার ধারে তিনি সুরাইয়া কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেখানে আরও কয়েজন নারী ছিলেন। তার পাশেই ছিলেন জাহানারা বেগম নামের এক পরিচিত নারী।
মিনারা বেগম জানান, তার চোখের সামনেই আশার মাথায় গুলি লেগে মাথার খুলি উড়ে যায়। মেয়ে সুরাইয়ার চিৎকারও শোনেন তিনি এবং সুরাইয়ার সারাদেহ রক্তে ভিজে যায়। এসময় তারও দু-হাত রক্তে ভিজে যায়। তিনি অচেতন হয়ে গেলে সুরাইয়াকে কে বা কারা কোল থেকে নিয়ে যায়, তিনি কিছু বলতে পারেন না। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জ্ঞান ফেরে।
মায়ের আহাজারি
হাসপাতালে তোলা কিছু ছবি এসেছে প্রতিবেদকের কাছে। সেখানে মিনারার পোশাকে কোনো রক্তের দাগ দেখেনি কেউ।
সুরাইয়া নিহতের পর অচেতন হয়ে পড়েন তার মা-বাবা, তাদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখানে সে রাতেই তাদের সঙ্গে দেখা করেন ডিসি ও এসপি।
এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি সেই পোশাকই পরে ছিলেন।
মিনারা জানান, ঘটনার দিন ভোটকেন্দ্রে তিনি এই জামা ও ওড়না পরে ভোট দিতে গিয়েছিলেন। এসে তিনি পোশাকটি ধুয়েছেন।
তবে সুরাইয়া নিহতের ঘটনাটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি মিনারা। তিনি বলেন, ‘এ বিষয়ে কথা বলে আর কিছু হবে না। আমরা বিষয়টি মীমাংসা করেছি।’
কার সঙ্গে মীমাংসা করেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাসহ অন্যান্য রাজনৈতিক নেতারা বিষয়টা দেখছেন।’
সেদিন সংঘর্ষের ঘটনার সময় মিনারার পাশে থাকা জাহানারা বেগমের সঙ্গে কথা বলেছে প্রতিবেদক ।
তিনি বলেন, ‘গুলি লাগতে আমি দেখিনি। সে সময় গুলির আওয়াজ শুনেছি। চারদিকে ধোঁয়া ছিল। আর আমার চোখসহ গোটা শরীর ঝালাপালা করছিল। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি সামনে থাকা একটি খরের ঢিবিতে শুয়ে ছিলাম। কিছুক্ষণ পর উঠে দেখি আমার হাতের বিভিন্ন জায়গায় রক্ত আর মগজের টুকরা লেগে আছে। আমি সেগুলো পরিষ্কার করতে পাশের বাড়িতে যাই।’
নিজেকে প্রত্যক্ষদর্শী জানিয়ে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন স্থানীয় আইয়ুব আলী। তিনি জানিয়েছেন ঘটনার সময় মিনারা পুলিশের গাড়ির দিকে ছিলেন আর বিক্ষোভকারীরা সামনের দিকে ছিলেন।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্র থেকে বের হয়ে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো ছিল একটি পুলিশের পিক-আপ, তার একটু সামনে পুলিশের একটি মাইক্রো দাঁড়ানো। গাড়ির একটু সামনে লাঠি হাতে দাঁড়ানো ছিল পরাজিত মেম্বার প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থকরা।
‘পুলিশের দিকে গাড়ির একটু পাশেই সুরাইয়াকে কোলে নিয়ে দাঁড়ানো ছিলেন তার মা। যখনই পরিস্থিতি খারাপ হয়ে যায়, আমি বাড়ির ভেতরে চলে যাই এবং বাড়ির সদস্যদের মাটিতে শুয়ে পড়তে বলি। কারণ পুলিশ গুলি করছিল। আমি বাড়ি থেকে গুলির আওয়াজ শুনেছি। গুলিতে শিশুটির মাথার খুলি উড়ে যেতে পারে এমন ধারণা করছি।’
মোবাইল ফোনে তোলা সেদিনের একটি ভিডিও ফুটেজ এসেছে প্রতিবেদকের কাছে। ফুটেজে দেখা গেছে, সুরাইয়ার মাথার খুলি, রক্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। একটি টিনের বেড়ার প্রায় আট ফুট উপরে পোস্টারেও রক্ত লেগেছে। ভিডিওটি কার করা তা জানা যায়নি। তাতে অনেককেই ‘বোমা মারা হয়েছে’ বলে মন্তব্য করতে শোনা গেছে।
ভিডিওতে একটি ধাতব খোসার মতো দেখা গেছে, স্থানীয়া যেটিকে বোমা জাতীয় কিছু বলে দাবি করেছে।
তারা জানান, এদিন প্রায় দুই থেকে তিনশ গজ এলাকা জুড়ে পুলিশের টিয়ারশেলের ধোঁয়ায় কিছু দেখা যায়নি। গুলির আওয়াজ শোনা গেছে কয়েকবার। ভোঁতা দা দিয়ে শিশুটির মায়ের কোলে থাকা অবস্থায় কোপ দিলে তার মা মিনারা আক্তার অবশ্যই দেখতেন। স্থানীয়দের দাবি, পুলিশের গুলিতেই নিহত হয়েছে সুরাইয়া।
পুলিশের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সেদিন রাবার বুলেট ছাড়া কোনো ভারি অস্ত্র ব্যবহার করা হয়নি।
সন্তান হত্যায় মামলা কেন করছেন না জানতে চাইলে মিনারা জানান, তাদের ভরসা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। তিনি যেমনটা বলবেন, তেমনটাই মেনে নেবেন বলে জানিয়েছেন মিহত সুরাইয়ার মা।
বাড়িতে না থাকায় সুরাইয়ার বাবা মো. বাদশাহ মিয়ার সঙ্গে কথা বলা যায়নি।
মিমাংসার বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, ‘যেন এলাকার মানুষ বিশৃঙ্খলা না করে এবং তাদের জানমালের কোনো ক্ষতি না হয়, সে জন্য শান্ত থাকতে বলেছি। আমি মামলার বিষয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।’
অন্যদিকে ঘটনার পর থেকে গ্রামে দেখা যাচ্ছে না পরাজিত মেম্বার প্রার্থীদের বা তার সমর্থকদের। তাদের বাসায় গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার সময় নিহত সুরাইয়াকে নিয়ে রাস্তা অবরোধ করা ও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে জানিয়ে এলাকাবাসীকে নিয়ে থানা ঘেরাও করা কথিত চাচা আবু বক্করের বাড়িতে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় এখনও কোনো হত্যা মামলা হয়নি। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাহিদ ইকবাল জানান, ঘটনার তদন্ত চলছে।
সুরাইয়ার মরদেহের সুরহতালে কী ছিল জানতে চাইলে ওসি জানান, প্রতিবেদন তিনি দেখেননি।
রানীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ শাহার উপস্থিতি সুরতহাল হয়েছে। তিনি বলেন, ‘শরীরের আর কোনো ক্ষত ছিল না। মাথার ডান সাইডের অংশ উপড়ে গেছে, মগজ পাওয়া যায়নি।’
তবে কী ধরনের আঘাতে এমন হয়েছে- এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন এবিষয়ে জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জানমাল রক্ষায় পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। রাবার বুলেটে মাথার খুলি উড়ে যাওয়ার কথা নয়। ছোট ছোট ছিদ্র হওয়ার কথা। যেহেতু তদন্ত কমিটি হয়েছে, আমি মন্তব্য করতে চাই না।’
ঘটনার পরদিন তিনি বলেছেন, ‘সারা দিন সুষ্ঠু পরিবেশে ভোট চলেছে। ভোটের ফল ঘোষণা শেষে কেন্দ্র ত্যাগ করার সময় পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা আমাদের মোবাইল টিম ও সদর সার্কেলের ওপর হামলা করে।
‘কিছু সময় পর পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে যায়। আমাদের সদস্যদের ওপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এতে পরিবেশ আরও বেশি খারাপ হওয়ায় জান-মাল রক্ষায় পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।’
সুরাইয়ার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মাহাবুব রহমানও জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন হলেই মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাদী হয়ে মামলা তিনটি করেন। এতে অজ্ঞাতনামা ৬৫০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে।
বিডি/আকাশ
পুলিশের গুলিতে শিশুর মৃত্যু এখনো ধোঁয়াশা