ছেলে ইউভানকে টুপি পড়িয়ে মাজারে নিয়ে গেলেন শুভশ্রী

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৩ years ago

রাজ চক্রবর্তী ও শুভশ্রী পরিবারকে দেখা গিয়েছে ভারতের আজমীর শরিফে। শুধু তা-ই নয়, সেখানে তাদের সকলকেই দেখা গেল ধর্মীয় আবহে। শিডিউলের ব‍্যস্ততা শুরু হওয়ার আগেই জয়পুরের উদ্দেশে পাড়ি জমিয়েছেন দুজন। সঙ্গী ছেলে ইউভান ও পারিবারিক বন্ধু অভিনেত্রী ফলক রশিদ রায় ও তাঁর স্বামী।

শুভশ্রী বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে, যেখানে নিজেও মাথায় ওড়না দিয়ে যেমন আজমীর শরিফের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেছিলেন, তেমনি স্বামী রাজ চক্রবর্তী ও সন্তান ইউভানকেও মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়।

শনিবার থেকেই সোশ‍্যাল মিডিয়ায় ভ্রমণের ছবি, ভিডিও শেয়ার করছিলেন রাজ শুভশ্রী। নতুন শহর, খোলা রাস্তা দেখে উৎফুল্ল ইউভান। গাড়ির মধ‍্যেই বাবার কোলে লাফঝাঁপ শুরু করে দিয়েছিল সে। ছেলেকে খুশি দেখে মুখে হাসি উপচে পড়ছিল রাজ-শুভশ্রীর।

পরিচালক বিধায়ক জানিয়েছিলেন, আজমীর শরিফ দরগা, খাটুসাম, নিমরানা দুর্গে যাবেন তাঁরা। সালাসার বালাজি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা আছে। সেই মতো শনিবার রাতেই আজমীর শরিফ দরগায় ঢু মারলেন সপরিবারে রাজ ও ফলকরা। সাদা চুড়িদার পরেছিলেন শুভশ্রী। নিয়ম মেনে মাথা ঢেকেছিলেন গোলাপি ওড়নায়।

ডেস্ক/বিডি

  • রাজ চক্রবর্তী
  • রিভান
  • শুভশ্রী
  •    

    কপি করলে খবর আছে