জনসন্মুখে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ে জনসন্মুখে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা বাবলু মিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি : কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে আওয়ামী যুব লীগের রাজনীতির ইতি টানলেন যুবলীগ নেতা বাবলু মিয়া (৫০)।

গত বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট বাজার এলাকায় প্রকাশ্যে জনসন্মুখে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।

বাবলু মিয়া একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। ঘটনার পর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

বাবলু মিয়া বলেন, দির্ঘ দিন ধরে যুব লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দলের জন্য অনেক ত্যাগ স্বিকার করেছেন। জীবনের অনেকগুলি সময় রাজনীতির জন্য ব্যায় করেও সন্মানজনক কোন পদ দেয়া হয়নি, দর তাকে বঞ্চিত করেছে। তাই দুঃখে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন। জীবনে আর কোনদিন রাজনীতি করবেন না বলেওে সাফ জানিয়ে দেন বাবলু মিয়া।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ডেস্ক/বিডি

   

কপি করলে খবর আছে