জমির বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ!

লেখক: শ্যামল চন্দ্র রায়, ঠাকুরগাঁও
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মতিফুর রহমান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

রোববার (৫ মার্চ) দুপুরে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মতিফুর রহমান এর ছোট ভাই আব্দুল হামিদ।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের কিসামত কেশুরবাড়ী মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মুদি দোকান ব্যবসায়ী মতিফুর রহমান এর পরিবারের সাথে চাচাতো ভাই আব্দুর রহিম এর পরিবারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। গতকাল শনিবার মতিফুর রহমান এর বাড়ীর পাশে রাস্তায় বেড়া দেওয়ার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়।

রোববার সকালে দোকানের উদ্দেশ্যে মতিফুর রহমান বাড়ী থেকে বের হলে আব্দুর রহিমের বাড়ীর সামনে উভয় পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মতিফুর রহমানকে। পরে পরিবারের লোকজন মতিফুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনার পর থেকে আব্দুর রহিমসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছেন।

অভিযুক্তরা হলেন, মৃত: মহিম উদ্দিনের ছেলে আব্দুর রহিম, আব্দুল বাসেদ, আব্দুর রাজ্জাক ও  আব্দুর রহিমের স্ত্রী মোছা: ফাতেমা বেগম।

অভিযুক্ত আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা নিজেরাই নিজের শরীর কেটে দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।

আব্দুল হামিদ বলেন, আমাদের জমিতে তারা বেড়া দিতে চাইছিলো। আমরা বাঁধা দেওয়ায় তারা অতর্কিতভাবে আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, মারামারির ঘটনা শোনা মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/শ্যামল

  • ব্যবসায়ীকে কুপিয়ে জখম
  •    

    কপি করলে খবর আছে