জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন

লেখক: আখতার হোসেন বকুল, জয়পুরহাট
প্রকাশ: ১ বছর আগে

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে থাকা খাটের পায়া’র (বাটাম) আঘাতে বাবা আব্দুল কাদের দেওয়ানের মৃত্য হয়।
রবিবার সকালে উপজেলার বরণ গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ছেলে আটাপুর ইউপির সাবেক সদস্য সুলতান মাহমুদকে আটক করেছে। নিহত আঃ কাদের দেওয়ান (৭০) উপজেলার বরণ গ্রামের বাসিন্দা।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, আজ রবিবার সকালে আঃ কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক ঝগড়া হয়। বাকবিতন্ডার একপর্যায় ছেলে খাটের পায়া দিয়ে বাবার মাথায় সজোড়ে আঘাত করলে ঘটনাস্থলেই কাদের মারা যান।
সুলতানের স্ত্রী এবং স্কুল পড়ুয়া মেয়ে বলেন, প্রায় সে নানান অজু হাতে আমাদেরকে মারধর করত। তার মেয়ে আরো বলেন, আগে বাবা প্রচুর নেশা করত। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয় বলেও জানান ওসি।
এঘটনায় পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
বিডি/বকুল
  • ছেলের হাতে বাবা খুন
  •    

    কপি করলে খবর আছে