আবারো ট্রেনে উঠে দায়িত্ব পালন শুরু করেছেন টিটিই শফিকুল ইসলাম।রেলমন্ত্রীর আত্মীয়দের জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া ও সমালোচনার মুখে সে আদেশ প্রত্যাহারের পর আজ মঙ্গলবার কাজ শুরু করেন তিনি। কাজে যোগদানের পর ৯ ঘণ্টায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন টিটিই শফিকুল ইসলাম।
মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন শফিকুল। রাত ৯টা পর্যন্ত তিনি বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন বলে তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে গত ৫ মে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে গণামাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর রবিবার দুপুরে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে