পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (১২) নামের সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভূল্লী বগুলাডাঙ্গী থেকে গড়েয়া যাওয়ার পথে তুরুকপথা নামকস্থানে এ দুঘর্টনা ঘটে।
নিহত ফারুক হোসেন গড়েয়া বদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে এবং সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।
বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে তুরুকপথা এলাকায় অপর দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যায়। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে।
ডেস্ক/বিডি/এইচবি
কপি করলে খবর আছে