কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে ও তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ঠাকুরগাঁওয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পর্যায়ে যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল । এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তুষার কান্তি শর্মা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: রফিক ইসলাম বনো।
রবিবার (১ অক্টোবর) বিকেলে কার্তিকতলা স্কুল মাঠে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুরিপদ বর্মন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মো: আরিফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার।
শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে অন্যদের মধ্যে শুখানপুকুরী ইউনিয়ন আ.লীগের সভাপতি জীবন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম,শুখানপুকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনিছুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ, ক্রীড়া সম্পাদক খালিদ সিরাজ রকি, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন খান রুবেল সহ স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগের জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন তুষার কান্তি শর্মা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: রফিক ইসলাম বনো।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে