ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো কালিকাগাঁও ডিহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ কালিকাগাঁও ডিহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কালিকাগাঁও ডিহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিকাগাঁও ডিহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জীবন কুমার ঘোষ।

কালিকাগাঁও ডিহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামসুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী চলা ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি সহ আমন্ত্রিত অতিথিরা।

শেষে কাঁলিকাগাঁও ডিহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডি/ডেস্ক

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান
  •    

    কপি করলে খবর আছে