ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা আটক!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চারশত পিস ইয়াবা ও ১২ বোতল ফেন্সিডিল সহ মোঃ ফজলে হক হজল (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) বালিয়াডাঙ্গী থানাধীন ঠুমুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।

আটক মাদক কারবারি ওই এলাকার মৃত; আব্দুল মুন্নাফ এর ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানাধীন ঠুমুনিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি ফজলে হক হজল এর বাসা তল্লাশীকালে ৪০০ পিস ইয়াবা ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে আটক দেখিয়ে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে থানা হেফাজতে তুলে দেওয়া হয় বলেও জানান তিনি।

বিডি/ডেস্ক

  • ইয়াবা সহ মাদক কারবারি আটক
  •    

    কপি করলে খবর আছে