ঠাকুরগাঁওয়ে সংগীত, নৃত্য, কবিতা আবৃতি ও কবি গানের আয়োজনের মধ্য দিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। রংপুর বিভাগের আটটি জেলার জেলা শিল্পকলা একাডেমির এ আয়োজন বুধবার বিকেলে একই সময়ে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
ঠাকুরগাঁওয়ে জেলা শিল্পকলা একাডেমি আয়েজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো: রাফিউল আলম, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মল হক, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা রূপ কুমার গুহ ঠাকুরতা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অনুপম মনি, কুশ সংগীত বিদ্যা নিকেতনের পরিচালক চন্দনা ঘোষ, তারুণ্য একাডেমীর পরিচালক প্রীতি গাঙ্গুলী, রুদ্র নৃত্যালয়ের পরিচালক রোহিত খান তুহিন সহ জেলার সংগীত জগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ শীর্ষক সাংস্কৃতিক উৎসবে জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন এর সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত-নৃত্য ও আবৃতি পরিবেশন করেন।
শেষে পরিবেশিত হয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি কবি গান।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে