ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু রোগী; এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি-৯ !

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ঠাকুরগাঁওয়ে ক্রমশ; বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু সংক্রমণ। ১ সপ্তাহের ব্যবধানে সরকারি হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন রোগী । ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগ ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও জেলায় ২ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
ঢাকা থেকে আক্রান্ত হওয়া মোহাম্মদ আলী বলেন, ব্যবসার কাজে সেখানে গিয়েছিলাম। ১মাস পর বাসায় আসি। এরপর থেকে জ্বর অনুভূত হতে থাকে। চিকিৎসক দেখালে ডেঙ্গু শনাক্ত হয়।
রুহিয়া থানার অন্তর্গত শুকান্ত বর্মণ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি। সেখান থেকে আমি আক্রান্ত হয়ে বর্তমানে ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট জাহিন মিঠু বলেন, জুলাইয়ের শেষে থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ ক্ষেত্রে সবাইকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।
ডেস্ক/বিডি/শেখ
  • ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু রোগী
  •    

    কপি করলে খবর আছে