ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত! 

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী রত্নাই সীমান্তের কাটাঁতারের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নুরুজ্জামান  (৩৮) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার মধ্য রাতে (১২টা ৪৫ মিনিটে) ভারতের উত্তর দিনাজপুর ইসলামপুর থানার সোনামতি ক্যাম্প এলাকায় এঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি মেদ্দাপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার মধ্য রাতে নুরুজ্জামান সহ আরো কয়েকজন ভারত থেকে গরু আনতে গেলে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর ইসলামপুর থানার সোনামতি সীমান্তের ৩৮২ ও ৩৮৩/এস পিলারের মাঝামাঝী এলাকায় পৌছলে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিছোড়ে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও নুরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে  ঘটনাস্থলেই মারা যান।
এবিষয়ে জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়কের সাথে মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয় নাই।
ডেস্ক/বিডি
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  •    

    কপি করলে খবর আছে