ঠাকুরগাঁওয়ে ৮০ বোতল ফেন্সিডিল, ২১০ পিস ইয়াবা ও ১৮ বোতল বিদেশী মদ সহ মো: আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভূল্লী থানাধীন শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি বাজার নামক এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাদকের আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ ২৬ হাজার টাকা।
বিপুল পরিমাণ মাদক সহ মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।
আটক মাদক কারবারি আমিনুল ইসলাম ভূল্লী থানাধীন শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি এলাকার আশরাফ আলী সরকারের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন আটক মাদক কারবারি আমিনুল ইসলাম। আজ গোপন সংবাদে নিশ্চিত হয়ে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮০ বোতল ফেন্সিডিল, ২১০ পিস ইয়াবা ও ১৮ বোতল বিদেশী মদ সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে ভূল্লী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের পূর্বক আসামীকে থানা হেফাজতে প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে