ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রমপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাস।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ঠাকুরগাঁও জেলার এপিডি ইন্দ্রজিৎ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসআই আলোন চন্দ্র রায়, ফিল্ড সুপারভাইজার বিদ্যা বর্মন, দুর্লভ রায়, আশ্রমপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির স্কুলের শিক্ষিকা মাধবী রানী দাস সহ সদর উপজেলার অন্যান্য মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে