ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী জেলা পরিষদ শিশু পার্ক মেলার শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় পৌর শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত ঠাকুরগাঁও জেলা পরিষদ শিশু পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী।
ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের সভাপতিত্বে ও পার্ক ইনচার্জ মেহেদী হাসান এর সঞ্চালনায় মেলা প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন প্রমুখ।
মামুন ইভেন্ট এর পরিচালনায় মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, কসমেটিকস ও প্রসাধনী সামগ্রীর বেশকিছু স্টল বসেছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন খেলনা ও জাদুঘর রয়েছে। মেলা চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে