‘মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণ চাই’ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি হল) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাশিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপেন্দ্র নাথ ঝাঁ এর সঞ্চালণায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সম্মেলনে গেষ্ট অফ অনার হিসেবে শিক্ষক সমাজের উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত নানা পদক্ষেপের কথা তুলে ধরে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী।
এছাড়াও এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
ডেস্ক/বিডি/জয়
শিক্ষক সমিতির জেলা সম্মেলন