ঠাকুরগাঁওয়ে তিনদিন ব্যাপী শিশুদের সংগীত ও নৃত্য বিষয়ক কর্মশালার সমাপ্তি হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিশুদের সংগীত ও নৃত্য দল গঠনের লক্ষে জাতীয় পর্যায়ের শিল্পী ও প্রশিক্ষকদের তত্বাবধানে গত ১১ জুলাই হতে ১৩ জুলাই জেলার শতাধিক শিশুদের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সমাপনী ও শিশু শিক্ষার্থীদের সনদ প্রদান উপলক্ষে গতকাল রবিবার (১৬ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও শিশুতোষ নাটক “গল্প দাদুর গল্প” মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শিশুবন্ধু লিয়াকত আলী লাকী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইঁয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সা: সম্পাদক দিপক কুমার রায়, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর মনতোষ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা রূপ কুমার গুহ ঠাকুরতা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঠাকুরগাঁও শাখার সভাপতি অনুপম মনি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথি দাস, প্রশিক্ষণ কর্মশালার মূল প্রশিক্ষক (সংগীত) ইয়াসমিন আলী, মূল নৃত্য প্রশিক্ষক এস কে জাহিদ প্রমুখ।
অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।
শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া শিশুদের অংশগ্রহনে সংগীত ও নৃত্য পরিবেশন সহ মঞ্চস্থ হয় শিশুতোষ নাটক “গল্প দাদুর গল্প”।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে