ঠাকুরগাঁওয়ে সদ্য প্রয়াত আ’লীগ নেতার আত্মার মাগফিরাত কামনায় যুবলীগের দোয়া মাহফিল

লেখক: মেহেদী হাসান, ডেস্ক ইনচার্জ
প্রকাশ: ১ বছর আগে

সদ্য প্রয়াত ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষের নেতা, জেলা আ.লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মুহা. সাদেক কুরাইশীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি হল) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা আ.লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ যুবলীগের উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর সকাল ১১টায় ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী। এদিন সকালে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে ওই প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। পরে ২৫ অক্টোবর সকাল ১১ টায়  ইসলামনগর (খানকা শরীফ) স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ডেস্ক/বিডি/মেহেদী

  • আত্মার মাগফিরাত কামনায় যুবলীগের দোয়া মাহফিল
  •    

    কপি করলে খবর আছে