ঠাকুরগায়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ মোঃ আব্দুর রহমান (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধারিয়া বেলসাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারী আব্দুর রহমান ওই এলাকার মৃত- মনসুর আলীর ছেলে।
সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদে খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ধারিয়া বেলসাড়া গ্রামে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারী আব্দুর রহমানের বাড়ি তল্লাশি করলে গোপন স্থান থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে বালিয়াডাঙ্গী থানায় আব্দুর রহমানকে আসামি করে মাদক আইনে একটা মামলা দায়ের পূর্বক আসামিকে বালিয়াডাংগী থানায় সোপর্দ করা হয়।
মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে