ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে রামকৃষ্ণ আশ্রম মন্দিরের উদ্বোধন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন ও রামকৃষ্ণ দেবের ১৮৮তম আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঢোলারহাট ইউনিয়নের আরাজী দক্ষিণ বঠিনা গ্রামে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এ মন্দিরের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে প্রান্তিক দুস্থ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

মন্দিরের সভাপতি প্রকাশ চন্দ্র রায় এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার দাস, জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসক ও বিশিষ্ট ধর্মানুরাগী ব্যক্তি ডা: শুভেন্দু দেবনাথ, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ঢোলারহাট ইউনিয়ন আ.লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন প্রমুখ।

মন্দিরের উদ্বোধন, ধর্মীয় সভা ও পুজা-অর্চনা শেষে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ডেস্ক/বিডি

  • ভক্তবৃন্দ
  • রামকৃষ্ণ আশ্রম
  •    

    কপি করলে খবর আছে