ঠাকুরগাঁওয়ের রাজাগাঁওয়ে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ years ago

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ওয়ার্ড সভা শুরু করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম।ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে অবগত হতে এ ওয়ার্ড করার উদ্যোন নেন তিনি।

বৃহস্পতিবার উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাটিয়াডাঙ্গী বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভার মাধ্যমে এ ইউনিয়নের ওয়ার্ড সভা কার্যক্রম শুরু করেন।

ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্রনাথ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম ছাড়াও ৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য জহুরা বেগম, রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো জাহিদুল ইসলাম, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি নৃপেন্দ্র নাথ ঝাঁ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তাহেরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী পবিত্র চন্দ্র রায়, উদ্যোক্তা শাহজালাল হোসেন সহ ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন ওয়ার্ডবাসি।

বিডি/আপেল

  • ইউনিয়ন ভিত্তিক
  • ওয়ার্ড সভা
  •    

    কপি করলে খবর আছে