ঠাকুরগাঁওয়ে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা সহ ২জন মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
আটকরা হলেন-পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার হামিদুল ইসলাম এর ছেলে দুলাল ইসলাম (২৭) ও রুহিয়া থানাধীন ঘনিবিষ্টপুর গ্রামের নয়ন ইসলামের স্ত্রী মেরিনা বেগম (২২)।
বুধবার (১০ আগষ্ট) দুপুরে সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়ন ও রুহিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, রুহিয়া থানার এসআই মঞ্জুর রহমান ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের নামাজ পড়া নামক এলাকায় অভিযান চালায়। এসময় দুলাল ইসলামকে ১০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে রুহিয়া থানার আরেকটি টিম রুহিয়া থানাধীন ঘনিবিষ্টুপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মেরিনা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
সত্যতা নিশ্চিত করে রুহিয়া তানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এছাড়াও রুহিয়া থানাকে মাদক মুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি/আকাশ
কপি করলে খবর আছে