ঠাকুরগাঁওয়ে অন্যের জমি দখলের পায়তারা করছে একদল ভূমিদস্যু। আর এর ফাঁকে একটি আম গাছ কর্তন করে নিয়ে যায় তারা।
ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান(চলকাপাড়া) এলাকার তোফাজ্জলের ছেলে তহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত তার পিতার ক্রয়কৃত পৌনে চার শতক জমি ভোগ-দখল করে আসছে। কিন্তু মূল্যবান জমি হওয়ায় সেই জমির উপর চোখ পড়ে ওয়াজেদ আলী গং দের। সর্বশেষ তারা গত ৬ই মে দেশীয় অস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে সকাল এগারোটার দিকে জমিতে অনুপ্রবেশ করে একটি ফলবান আমগাছ কেটে ফেলে। এই ঘটনায় তহিদুল ভিডিও চিত্র ধারণ করলে তারা অস্ত্র নিয়ে তহিদুলকে দাবড়ানি দেয়। কোন উপায় না পেয়ে তহিদুল ৯৯৯ এ ফোন দিলে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।
পরে পুলিশ চলে গেলে তারা আবার ফিরে এসে তহিদুলদের হুমকি দিতে থাকে।এই ঘটনায় তহিদুল ওয়াজেদ আলী,আইনুল,আলম,আনোয়ারা বেগম,রওশন পাঁচজনকে আসামী ও ৫/৭ জনকে অজ্ঞাত নামা করে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি/রঞ্জু
কপি করলে খবর আছে