ঠাকুরগাঁওয়ে পৌর এলাকার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়াস্থ নিজ বাসভবনে উপজেলা আ.লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো তাঁর নিজ ব্যক্তিগত তহবিল হতে এ ঈদ উপহার প্রদান করেন।
ঈদ উপহার হিসেবে অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী নারীদের মাঝে নগদ অর্থ সহায়তাকালে এ্যাড. অরুণাংশু দত্ত টিটো বলেন, প্রতিটি ঈদেই এসব অসহায় মানুষগুলো একটু সহায়তা পাওয়ার আশায় থাকে। আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি এসকল মানুষগুলোতে সহায়তা করার, এবারও ব্যতিক্রম হয়নি। যতোদিন আমার সামর্থ থাকবে তাদের পাশে থাকার চেষ্টা করবো।
অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার দাস, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক/বিডি
ঈদ উপহার নগদ অর্থ বিতরণ