ঠাকুরগাঁওয়ে আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আইন সহায়তা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গত রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড সদর উপজেলা কমিটির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিত্যানন্দ সরকার।

আরও পড়ুন :অবৈধ দখলদারদের হুমকি; জমা দেওয়া টাকা ফেরত চান ঠাকুরগাঁও রোড বাজারের ইজারাদার

এসময় ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) মো: আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আক্তার মোল্লা, সদর উপজেলার আকচা ইউপি চেয়ারম্যান সহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে জনসাধারণের আইনি সহায়তা প্রদানে সরকারের গৃহিত পদক্ষেপ সমূহ তুলে ধরেন।

ডেস্ক/বিডি

  • আইনগত সহায়তা
  • সেমিনার
  •    

    কপি করলে খবর আছে