ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রায়নের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামের বড় ছেলে ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় শনিবার বিকেলে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পের ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এক হাজার দুইশত টাকা মূল্যের খাদ্য সামগ্রী হিসেবে চাল-ডাল, তেল, সেমাই-চিনি বিতরণ করেন তিনি।
আরও পড়ুন : ঈদের নতুন পোশাক না পেয়ে ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুর আত্মহত্যা!
ঈদ উপহার বিতরণকালে সুজন বলেন, আপনাদের আগে থাকার ঘর ছিলো না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন। ঘরের আলো দিয়েছেন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধায় আপনাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে কিন্তু একটা বিরাট পরিবর্তন এনেছেন। এই হরিপুরেও আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা উন্নয়ন চলমান রেখেছি। প্রত্যেকটি মসজিদ-মন্দিরে আমরা নিজে গিয়ে আর্থিক অনুদান প্রদান করেছি, একাধিক রাস্তাঘাট পাকা করেছি। আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন, পাশাপাশি আপনাদের আত্মীয়-স্বজন যারা যেখানে আছে তাদেরকেও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অনুরোধ জানাবেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদের সদস্য আনিসুজ্জামান শান্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উমাকান্ত ভৌমিক,সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে