ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে তৃণমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তৃণমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান “এসো মাতি বিজয়োল্লাসে” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব বিধান চন্দ্র দাস এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত তৃণমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান “এসো মাতি বিজয়োল্লাসে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।

এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য (সদর উপজেলা) দেবাশীষ দত্ত সমীর, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য রেখা চক্রবর্তী, ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট নৃত্য শিল্পী প্রীতি গাঙ্গুলী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সালন্দর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনাসহ সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর শিল্পীরা সহ জেলার প্রথিতযশা শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃতি পরিবেশন করেন।

বিডি/ডেস্ক

  • এসো মাতি বিজয়োল্লাসে
  •    

    কপি করলে খবর আছে