ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের জন্মদিন উদযাপন 

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে বার্থ-ডে বাউন্স ব্যাক প্রোগ্রাম উপলক্ষে শিশুদের জন্মদিন উদযাপন ও তাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে বার্থ-ডে বাউন্স ব্যাক প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, সদর থানার এসআই মামুন অর রশিদ (পিপিএম সেবা), ঠাকুরগাঁও সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম মন্ডল, সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, প্রোগ্রাম অফিসার পারুল বেগম, সংস্থার কর্মকর্তা সগির আহম্মেদ প্রমুখ।
এ সময় শিশুদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা। পরে শিশুদের অংশগ্রহনে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
শিশুদের জন্মদিন উদযাপন ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সংস্থার শিশু ফোরামের সদস্য, শিশুদের অভিভাবক, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিডি/শামীম
  • শিশুদের জন্মদিন উদযাপন
  •    

    কপি করলে খবর আছে