ঠাকুরগাঁওয়ে কোচের চাপায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে কোচের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছেন স্ত্রী হাফিজা বেগম। এ ঘটনায় স্বামী মাসুদ রানা ও ১৪ বছরের মেয়ে সিমি মারা গেছেন হাসপাতালে।
রোববার সকাল ১০ টার দিকে ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী মহাসড়কের পল্লীবিদ্যুৎ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিপুর কলেজ পাড়া এলাকার একই পরিবারের সদস্য।
এসব তথ্য নিশ্চিৎ করেছেন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। এসময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে স্ত্রী হাফিজা মারা যান।
এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় স্বামী মাসুদ রানা ও মেয়ে সিমিকে হাসপাতালে নিলে এক ঘন্টার ব্যবধানে তারাও মারা যান।
বিডি/ডেস্ক
  • সড়ক দূর্ঘটনায় মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে