ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়’ প্রতিপাদ্যে শনিবার (১৩ আগষ্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি, ঠাকুরগাঁও এর আয়োজনে একাডেমির হলরুমে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও ৭মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন সহ বিচারকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডি/ডেস্ক
  • সাংস্কৃতিক প্রতিযোগিতা
  •