ঠাকুরগাঁওয়ে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

সাংগঠনিক কার্যক্রম জোরদার, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করায় প্রিয় নেত্রীকে সাধুবাদ জ্ঞাপন সহ দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নির্ধারনের লক্ষে বর্ধিত সভা করেছে ঠাকুরগাঁও জেলা যুবলীগ।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ বর্ধিত সভা চলে রাত ১০ টা পর্যন্ত।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমির এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল।
সভায় জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস শহিদ বাবু, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার দাস, সম্পাদক মন্ডলীর সদস্য অরুন শংকর চক্রবর্তী, প্রচার সম্পাদক মীর শাহাদৎ হোসেন রতন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাহিদ রহমান আকাশ, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, সাঃ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রুবেল সহ জেলা ও উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা তৃণমুল পর্যায়ে সংগঠনকে আরো বেশি শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে করনীয় বিষয়ে আলোকপাত করেন।এছাড়া পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াতের অপপ্রচার রোধ সহ তাদের আমলের অপকর্মগুলো জনসম্মুখে তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির মাতা শেখ আছিয়া বেগমের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

বিডি/ডেস্ক
  • বর্ধিত সভা
  • যুবলীগ
  •    

    কপি করলে খবর আছে