ঠাকুরগাঁওয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৩৪টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এসময় ট্যাগ অফিসার রেজাউল করিম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৩নং আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়নবাসির তালিকা প্রস্তুত করে ৩৩৪ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জিআর এর আওতায় ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।যদিও ৩০ কেজি চালে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব না, তবে পরবর্তীতে সরকারি কোনো সুযোগ-সুবিধা থাকলে সেখানে তাদের সংযুক্ত করা হবে।

এদিকে সরকারি সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল পেয়ে আনন্দ প্রকাশ করেছে ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

বিডি/ডেস্ক

 

  • চাল বিতরণ
  •  

    কপি করলে খবর আছে