ঠাকুরগাঁওয়ে টাঙ্গন রেষ্টুরেন্টের উদ্বোধন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ years ago

ঠাকুরগাঁওয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ছাদে ‘টাঙ্গন রেষ্টুরেন্ট’ নামে একটি আধুনিক মানের রেস্তোরার শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (০২ মে) বিকেলে ফিতা কেটে এ রেষ্টুরেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের  মো: সামসুজ্জামান।

এসময় জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, নরেন্দ্র নাথ সরকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ের মতো ছোট্ট জেলা শহরে আধুনিক মানের একটি রেষ্টুরেন্ট চালু করায় রেষ্টুরেন্ট মালিককে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।

শেষে টাঙ্গন রেষ্টুরেন্টের আয়োজনে এক ই্ফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডি/ডেস্ক

  • টাঙ্গন রেষ্টুরেন্টের উদ্বোধন
  •    

    কপি করলে খবর আছে