ঠাকুরগাঁও স্পোর্টস ডেভলপমেন্ট অর্গানাইজেশনের(টিএসডিও) তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে ক্রীড়া সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও অপারাজেয় একাত্তর প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় টিএসডিও’র সভাপতি দেবাশীষ দত্ত সমীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক, আগমনী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক গোপী নাথ ঘোষ।
আলোচনা সভা শেষে ২০০ জন গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ১২টি ক্লাব ও ১২টি মাদ্রাসার এতিমদের মাঝে ২০টি ফুটবল, ২০টি ভলিবল, ২০টি ব্যাডমিন্টন ব্যাট, ১২টি নেট, ১২বক্স ফেদার বিতরণ করা হয়।
পরে এতিম শিশুদের নিয়ে টিসডিও’র তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে