ঠাকুরগাঁওয়ে দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল কবরস্থান!

লেখক: কুদরত আলী, ঠাকুরগাঁও
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে দূর্বৃত্তের দেওয়া আগুনে সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের আরাজী চিলারং গ্রামের কবরস্থানটি পুড়ে গেছে। আজ ঈদের নামাজ আদায় করে মুসল্লীরা কবর জিয়ারত করতে গেলে বিষয়টি জানাজানি হয়। আগুনে কবরস্থানের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আজব জামানায় বাস করছি, মানুষ মৃত্যুর পরেও দুনিয়ার কুচক্রী মহলের হাত থেকে রক্ষা পায় না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানান।

আরাজি চিলারং গ্রামের কবরস্থান কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, আজকে ঈদের নামাজ আদায় করে আমরা মুসুল্লিগণ কবর জিয়ারত করতে এসে দেখতে পাই কে বা কাহারা কবরস্থানে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেন, কবরস্থানের অনেক কবরের বেড়া ও উপরে দেওয়া হারাং সহ জ্বলে গেছে, সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্ত শাস্তি দাবি করেন তিনি।

আরও পড়ুন : ছেলেরা থাকেন পাকা ঘরে; ঝুপড়ি ঘরেও ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের!

এ বিষয় ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক জানান, স্থানীয় লোকজন আমাকে ফোনে জানানোর পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে কারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নি।  তিনি আরও বলেন, আমি কবরস্থান কমিটির সভাপতিকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি এবং আমিও চাই দোষীকে খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করা হোক।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান মুঠোফোনে জানান, এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করেনি, তবে কবরস্থান কমিটি যদি থানায় অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক/বিডি/কুদরত

  • দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল কবরস্থান
  •    

    কপি করলে খবর আছে