ঠাকুরগাঁওয়ে নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে সংস্থার উপকারভোগি নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

রবিবার (২৯ মে) দুপুরে পৌর শহরের মুন্সিরহাটে সংস্থার অস্থায়ী কার্যালয়ে ৩০ জন শিশুকে ১০টি করে হাঁস ও ২৫ জন নারীকে ১৫টিকে করে হাঁস বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্র নারী ও শিশুদের হাঁসগুলো প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় , ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সংস্থার অন্যান্য কর্মকর্তারা সহ উপকারভোগি নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • বিনামূল্যে হাঁস বিতরণ
  •    

    কপি করলে খবর আছে