ঠাকুরগাঁওয়ে পাক-হানাদার মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে সভা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক-হানাদার মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: বাবলুর রহমান, মো: মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক-হানাদার মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশদ আলোচনা ও কর্মসুচি গ্রহন করা হয়।

বিডি/ডেস্ক

  • ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে সভা
  •    

    কপি করলে খবর আছে