ঠাকুরগাঁওয়ে পাগলু মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে জেলা থ্রি-হুিইলার (পাগলু) মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা থ্রি-হুিইলার (পাগলু) মালিক সমিতির কার্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা থ্রি-হুিইলার (পাগলু) মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় থ্রি-হুিইলার (পাগলু) মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য (সদর উপজেলা) দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সড়ক সম্পাদক জাবেদ শিকদার হেলাল সহ সমিতির অন্যান্য সদস্য ও জেলা থ্রি-হুিইলার (পাগলু) শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নেতৃবৃন্দরা সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে সমিতির কোষাধ্যক্ষ উপস্থিতজনের সম্মুখে বার্ষিক আয়-ব্যায়ের হিসাব তুলে ধরেন। এছাড়াও জেলা থ্রি-হুিইলার (পাগলু) মালিক সমিতির বছরব্যাপী গৃহিত কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামীতে সমিতির কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয় এ সাধারণ সভায়।

বিডি/ডেস্ক

   

কপি করলে খবর আছে