ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাসে উদ্বুদ্ধকরণে সদর উপজেলার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, লাইব্রেরীয়ান ও সহকারি শিক্ষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।
এছাড়ার এসময় আরও বক্তব্য রাখেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঠাকুরগাঁও শাখার সংগঠক প্রফেসর মনোতোষ কুমার দে, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপকমো: আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা এসময় পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি থেকে বেড়িয়ে পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞানভিত্তিক যেসব বই রয়েছে তা পড়ার অভ্যাস করতে শিক্ষকদের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে