ঠাকুরগাঁওয়ে প্রান্তিক দুস্থ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণে ‘প্রান্তিক দুস্থ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। 

গতকাল রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ীতে অবস্থিত রাইসা কার্পেট হাউসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।

প্রকল্প বাস্তবায়ন করছে জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে কর্মচারী-ক্রেতার মারধরের ঘটনায় কারাগারে দোকান মালিক ও ছেলে

জয়িতা ফাউন্ডেশনের বিনির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: আল মামুন, ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম ও জেলা বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক মো: নূরেল হক ও লক্ষ্মী কার্পেট হাউসের প্রোপাইটার রত্না সিনহা।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. অরুণাংশু দত্ত টিটো সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবন মান উন্নয়নে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ডেস্ক/বিডি

  • নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন
  • প্রশিক্ষণের উদ্বোধন
  •    

    কপি করলে খবর আছে