ঠাকুরগাঁওয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম(৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১ ফেব্রুয়ারী) বিকেলে ঠাকুরগাঁও রুহিয়া থানাধীন চাপাতি পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদে অবগত হয়ে রুহিয়া থানাধীন চাপাতি পাইকপাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক মাদক কারবারির বাড়ী তল্লাশী করে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আটক মাদক কারবারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে রুহিয়া থানা হেফাজতে তুলে দেওয়া হয়।
বিডি/ডেস্ক
কপি করলে খবর আছে