ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ৬ষ্ঠ বর্ষে পর্দাপণ ও ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভিআইপি হলরুমে বাংলা টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাস ইন্ডা. এর পরিচালক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি কামরুল হাসান, ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভীর হাসান তানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, ডিবিসি টেলিভিশন এর জেলা প্রতিনিধি নবীন হাসান, এশিয়ান টিভির শারমিন আক্তার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন তালুকদার হিমেলসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, বাংলা টিভি খুব অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করেছে। আশা করি বাংলা টিভি আরও অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

উল্লেখ্য, বাংলা টিভি সুদীর্ঘ ১৯ বছর যুক্তরাজ্যে সফল সম্প্রচারের পর বাংলাদেশে ২০১৮ সালে স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে।

বিডি/মামুন

  • বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকি
  •    

    কপি করলে খবর আছে