ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু!

লেখক: রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার রাজাগাঁও ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুর নাম লাবিবা আক্তার রিমু। সে রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী এলাকার ডাঙ্গা পাড়া গ্রামের রমজান আলীর মেয়ে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে শিশুটি দাদীর সঙ্গে বাড়ির পাশে হাঁটতে যায়। এক সময় শিশুটি দাদীর অজান্তে বাড়ির দিকে ফিরে যায়। পরে শিশুটি বাড়ির টিউবওয়েল পাড়ে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে ডুবে যায়। শিশুটির পরিবারের লোকজন শিশুকে বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি/আপেল

  • পানিতে ডুবে শিশুর মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে