ঠাকুরগাঁওয়ে বালু ভর্তি ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ years ago

ঠাকুরগাঁওয়ে বড়ভাইকে কলেজে পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের চাপায় নিরব চন্দ্র রায় (১৪) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকালে ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নিরব চন্দ্র রায় ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও বাসিয়াদেবী মন্দির পাড়া গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরব চন্দ্র রায় শনিবার সকাল ৯ টায় তার বড়ভাই সৌরভ চন্দ্র রায়কে শহরে একটি কলেজে পৌছে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বরুনাগাঁও রকেটের ভাটার কাছে পৌছলে একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়, এতে সে ট্রাক্টরের নীচে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের চালক ট্রাক্টর ফেলে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে রাখা হয়েছে।

বিডি/হাসান

  • ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে